বন্যাদুর্গত মানুষের জন্য মানবিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ বন্যাদুর্গত মানুষের জন্য মানবিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সাম্প্রতিক দেশের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যায় কবলিত। ভয়াবহ বন্যায় মানুষ ও জানমালের বিপুল ক্ষতিসাধিত হয়েছে।

বন্যাদুর্গত এলাকার মানুষকে উদ্ধার ও সহায়তা প্রদানের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেসামরিক প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর ও বিভিন্ন সংস্থা বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

দেশের বন্যা কবলিত মানুষের মানবিক সহায়তা হিসেবে সোমবার
(২০ জুন ২০২২) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মাচারিগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এর নিকট থেকে উক্ত সহায়তার ২ (দুই) লক্ষ টাকার চেক গ্রহণ করেন। এসময় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।

এছাড়াও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের পক্ষ থেকে বিভাগীয় ক‌মিশনার, সি‌লেট বরাবর বন‌্যা দুর্গত‌দের জন‌্য ১ (এক) লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *