স্কুলের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আত্নজীবনীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতারণ করেন,তুফান

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার বাসগ্রাম বিষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। শনিবার (২ জুলাই) বিদ্যালয় চত্বরে ফলাফল ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি ও নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান। এসময় বক্তব্য প্রদান করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা’রা পারভিন,পুলিশ অফিসার আব্দুল কুদ্দুস,বিদ্যালয়ের অভিভাবক সদস্য মতিয়ার রহমান প্রমুখ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তুফায়েল মাহামুদ তুফান সকল শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বাশগ্রাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান,এ বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্য রাখতে প্রতিটি শিক্ষার্থীদের লেখা পড়ার মান ও সুশৃংখল পরিবেশ বজায় রাখতে হবে।
পাশাপাসি সকল অভিভাবকদের নিজের সন্তানদের সব সময় খোঁজ খবর এমনকি ঠিকমত স্কুলে ক্লাস করছে কিনা সে বিষয়ে গুরুত্ব দিতে হবে,বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। অর্ধ-বার্ষিক ও নির্বাচনী পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের বঙ্গবন্ধুর আত্নজীবনী বই,কলম ও ফুলের স্টিক পুরষ্কার দেন,নড়াইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী,ম্যানেজিং কমিটির সদস্য ও সুধিবৃন্দদের মাঝে সভাপতির ব্যক্তিগত অর্থায়নে দুপুরের খাবার বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *