কুটনৈতিক বিশ্লেষক ঃ মানবিক সহয়তার অংশ হিসেবে উপহার স্বরুপ আফগানিস্তানে ১১ টন ত্রাণ নিয়ে আজ ভোর ৬ঃ২৪ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি C-130 J পরিবহন বিমান যাত্রা শুরু করেছে।
এই সহায়তার মধ্যে রয়েছে কয়েক হাজার ট্যাং এর প্যাকেট, চার টন মিল্ক পাউডার, ছয় হাজার পিস কম্বল, ২০ বক্স নুডলস ও বিস্কুট(প্রতিটি বক্স প্রায় ১০০ কেজি ওজনের) । এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণলায় উল্লেখযোগ্য পরিমাণ ওষুধ দিবে।
প্রথমে উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে সবাই ব্যস্ত। তাই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ত্রাণ গুলো সরাসরি আফগান সরকারের কাছে দিবে। তারা (আফগান সরকার) এই ত্রাণ সাদরে গ্রহণ করবে বলে পররাষ্ট্র মন্ত্রী নিশ্চিত করেছেন।