নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, টেকসই উন্নয়নের জন্যে দুর্নীতিমুক্ত প্রশাসন অপরিহার্য। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষতা, সততা ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানী, তথ্য প্রযুক্তি ও অর্থনীতিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি বিশ্বব্যাপী প্রশংসিত। সরকারের এই উন্নয়নধারাকে অব্যাহত রাখতে ও টেকসই করতে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে। বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে ১৪ সেপ্টেম্বর বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের চলমান উন্নয়নকে আরো গতিশীল করতে সকলকে স্বীয় দায়িত্ব সততা, স্বচ্ছতা ও দেশপ্রেমের সাথে পালন করতে হবে।
সংগঠনের উপদেষ্টা ও দৈনিক আমার সময় এর নির্বাহী সম্পাদক লায়ন মুহা. মীযানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ, ব্রেন এন্ড লাইফ হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. ফখরুল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম মেহেদী হাসান, স্বপ্নীল এর সভাপতি মঞ্জুরুল আলম টিপু প্রমুখ। আলোচনা শেষে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।