কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ১০ জন গ্রেফতার

Uncategorized অপরাধ

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ইয়াবা ও গাজা সহ ১০ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে উল্লেখ করা হলো, বাবু শেখ (২২) পিতা-সত্তার শেখ, সাং-সোনাডাঙ্গা আলীর ক্লাবের মোড়, জালালের বাড়ী, থানা-সোনাডাঙ্গা মডেল, সোহেল ফকির (৩৫) পিতা-দ্বীন মোহাম্মাদ ফকির, সাং-সোনাডাঙ্গা গল্লামারী কসাই খানার পাশে, জুয়েলের হোটেলের পিছনে, থানা-সোনাডাঙ্গা মডেল, সোহেল হাওলাদার (৩২) পিতা-সোলেমান হাওলাদার, সাং-দারুস সালাম মহল্লা, কুদ্দুস আর্মির বাড়ী, থানা-সোনাডাঙ্গা মডেল,রানা হোসেন(২১) পিতা-আলী হোসেন, সাং-হাসানবাগ ক্লাবের পাশে, টিনসেড বাড়ী, থানা- সোনাডাঙ্গা মডেল, মোঃ ইসমাইল হোসেন শিমুল (৩০), পিতা-মোঃ আব্দুল মালেক, সাং-০৭ নং সরিষামুড়ি, থানা-বেতাগী, জেলা-বরগুনা, এ/পি- গায়ালখালী কবরস্থান বড় মসজিদের পাশে হাকিমের বাড়ির ভাড়াটিয়া, থানা-খালিশপুর,মোঃ মোবারেক হোসেন নূর (২৪) পিতা-আজিজুল হক মোল্যা, সাং-বাসা নং-২৪৫/১ বড় বয়রা আফজালের মোড়, থানা-খালিশপুর,মোদাচ্ছের মোল্যা (৫৫), পিতা-মৃত: মইন মোল্যা, এ/পি- হ্যাঁচারী রোড, রাজবাঁধ, থানা-হরিণটানা, মোঃ জাফর হাওলাদার (৩৮), পিতা-মৃত তামজের আলী হাওলাদার, সাং-ইসলামনগর, কাদেরের খালপাড়, থানা-হরিণটানা,মোঃ সাত্তার হাওলাদার (৪৮), পিতা-সাইদ হাওলাদার, সাং-হোল্ডিং নং-৯৪/১, বিকে ইস্ট লেন মৌলভীপাড়া, থানা-খুলনা সদর, মহানগর খুলনা এ/পি-সাং-রাড়লী, থানা-পাইকগাছা, জেলা-খুলনা এবং মাহাবুবুর রহমান জুয়েল (৪২), পিতা-মোঃ আব্দুল হক, সাং-হোল্ডিং নং-১০, বাবুখান রোড, থানা-খুলনা সদর, এ/পি-সাং-খানজাহান আলী রোড, ভুতেরগলি, বাহাদুর লেন, হোল্ডিং নং-২৫৬, ওহাব সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-খুলনা সদর।

উল্লেখিত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১২৯ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *