নিজস্ব প্রতিবেদক ঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের বিশেষ উদ্যোগে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘জনগণের পুলিশ’ বিনির্মাণের লক্ষ্যে দক্ষ ও যুগোপযোগী পুলিশ বাহিনী গড়তে বিদ্যমান পদোন্নতির পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এবং সহজীকরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ২৬ জন, ইন্সপেক্টর (সশস্ত্র) পদে ৩০ জন এবং ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে ১০ জন সহ মোট ৬৬ জনকে পদোন্নতি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, আইজিপি’r উদ্যোগে ২০২০ সাল থেকে শুধুমাত্র ইন্সপেক্টর পদেই মোট ৯৭৪ জন পদোন্নতি পেয়েছেন |
এছাড়া পুলিশের অধস্তন সদস্যদের কেন্দ্রীয়ভাবে পদোন্নতি পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী, দক্ষ ও যোগ্য কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন।