নিজস্ব প্রতিনিধি ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক এক অভিযানে ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকা থেকে দুই হাজার ২শ’ পিচ ইয়াবা সহ গত ৩ জুলাই এক ব্যক্তিকে আটক করা হয়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করায় ছাতক প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, ছাতক রিপোটার্স ইউনিটির সদস্য সচিব ও দৈনিক সমকাল/উত্তরপূর্ব পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধিকে শাহ মোহাম্মদ আখতারুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিজের নিরাপত্তার বিষয়ে বুধবার রাতে ছাতক থানায় একটি সাধারন ডায়রী (নং-৩৬২) দায়ের করেন।
ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের ঘটনায় গত ৪ জুলাই দৈনিক সমকালে সিলেট বিভাগের পাতায় ‘ইয়াবাসহ আটক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এই সংবাদের জেরে বুধবার সন্ধ্যায় ওই সাংবাদিককে তার মোবাইল ফোনে ০১৭৪২-০৪৫৭২৪ নম্বর থেকে একটি কল আসে। অজ্ঞাতনামা ওই নম্বর থেকে পরিচয় না দিয়ে মাদকের বিষয়ে সংবাদ প্রকাশ করায় তাকে অকথ্য-অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়।
এবিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান সাধারন ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।