গরু বিক্রির টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিতে ব্যাপারীদের পরামর্শ দিয়েছেন আইজিপি

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ৯ জুলাই, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গরু বিক্রির টাকা নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেয়ার জন্য ব্যাপারীদের পরামর্শ দিয়েছেন।

তিনি শনিবার (৯ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। পরে কমলাপুর বালুর মাঠে গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ পরামর্শ দেন তিনি।

আইজিপি বলেন, গরুর হাটের শৃঙ্খলা সম্পর্কে ব্যাপারী, ক্রেতা ও ইজাদার সকলের সাথে কথা বলেছি। হাসিল নিয়েও জিজ্ঞেস করেছি, সার্বিক ব্যবস্থাপনা নিয়েও কথা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

করোনার হালকা বিস্তার থাকায় পশুর হাটের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও গরু ব্যাপারীদের খাওয়া-দাওয়া সম্পর্কেও খোঁজ-খবর নেন আইজিপি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *