নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ১০ জুলাই, পবিত্র ঈদুল আযহার দিনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা সদর হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় তিনি ইমারজেন্সি ডিপার্টমেন্ট এ আসা কয়েকজন রোগীকে চিকিৎসাসেবা দিতে সাহায্য করেন এবং ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন।
অধ্যাপক ডা. খুরশীদ চাকুরী জীবনের দীর্ঘকাল কুমিল্লা মেডিকেল কলেজ এর সার্জারী বিভাগে দায়িত্ব পালন করেছেন।
অত্র অঞ্চলে তিনি কিংবদন্তিতুল্য সার্জন।
পরিদর্শন কালে তিনি হাসপাতালে ঈদের দিন পরিবেশন করা ইমপ্রুভ ডায়েট কার্যক্রম পরিদর্শন করেন।
ঈদের দিনে মহাপরিচালক এর দেখা পেয়ে রোগী এবং রোগীর স্বজনরা আনন্দিত হন।
