নিজস্ব প্রতিনিধি ঃ সিলেট আর সুনামগঞ্জের বন্যায় প্রায় ৮০% প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পানির নিচে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে ইউনিসেফ। বন্যা কবলিত এলাকায় জীবন রক্ষাকারী পরিষেবা প্রদান এবং প্রয়োজন মেটানোর জন্য ইউনিসেফ ১৮ মিলিয়ন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে।।
ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, সিলেট আর সুনামগঞ্জের বন্যায় প্রায় ৮০% প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পানিতে ডুবে গেছে, যার ফলে ৬ লাখের উপর শিশুদের শিক্ষা ব্যাহত হচ্ছে।
দ্রুত পুনরুদ্ধারের জন্য ইউনিসেফ এবং অংশীদাররা সহায়তা করে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে বন্যা কবলিত এলাকায় জীবন রক্ষাকারী পরিষেবা প্রদান এবং প্রয়োজন মেটানোর জন্য ইউনিসেফ ১৮ মিলিয়ন ডলার সহায়তার আহ্বান জানাচ্ছে।
