কুটনৈতিক বিশ্লেষক ঃ কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিক আল জামান জানিয়েছেন, কুয়েত মিলিটারী এবং বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চুক্তি আরো ৫ বছর বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চুক্তি দুপক্ষের মধ্যে সম্পন্ন হয়েছে। এর অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ৫,০০০ সেনাসদস্য “অপারেশন কুয়েত পুনর্গঠন ” এর অধীনে কুয়েত সশস্ত্রবাহিনীর হয়ে কাজ করছে।এছাড়া আগামী নভেম্বরে বাংলাদেশে কুয়েত এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটি কাউন্টার টেররিজম এক্সারসাইজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুয়েতের সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত জানিয়েছেন, কুয়েতি সশস্ত্র বাহিনীর জন্যে বাংলাদেশ থেকে ইউনিফর্ম তৈরীর প্রস্তাব দেওয়া হয়েছে তাদের। ইতোমধ্যে কয়েকটি স্যাম্পল ও পাঠানো হয়েছে, যা দেখে ইতিবাচক সাড়া দিয়েছে কুয়েত। এছাড়া বাংলাদেশে তৈরী মিলিটারী বুটও কুয়েতি বাহিনীর কাছে সরবরাহ করার চেষ্টা চলছে
