কুটনৈতিক প্রতিবেদক ঃ সরকার জেনেভায় জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোঃ মুস্তাফিজুর রহমান এবং সুইজারল্যান্ডে রাষ্ট্রদূতকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি এই পদে মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হবেন।
রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ১১ তম ব্যাচের একজন ক্যারিয়ার ফরেন সার্ভিস অফিসার। তার বিশিষ্ট কূটনৈতিক জীবনে তিনি প্যারিস, নিউইয়র্ক, জেনেভা এবং কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সদর দফতরে, তিনি মূলত জাতিসংঘ শাখার বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।
রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা থেকে একজন মেডিকেল স্নাতক।
এছাড়াও তিনি যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক ইন্টারন্যাশনাল ল-এ স্নাতকোত্তর এবং ফ্রান্সের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (আইআইএপি) থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। তিনি বিবাহিত এবং দুই পুত্রের জনক।