নিজস্ব প্রতিনিধি ঃ র্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকা হতে ৪৬ কেজি গাঁজা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে, এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত মঙ্গলবার ১২ জুলাই সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে ৪৬ কেজি গাঁজা সহ ১জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ বরিশাল জেলার গুরনদী থানার পিপড়াকাটি গ্রামের মৃত নুর মোহাম্মদ খন্দকার এর ছেলে মোঃ রুস্তম (৪০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার টিও জব্দ করা হয়।

👁️ 4 News Views
