বিশেষ প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া চতুর্থ ড্রিমলাইনার রাজহংসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বিমানের উদ্বোধন করেন তিনি।
পরে প্রধানমন্ত্রী রাজহংস ঘুরে দেখেন এবং চতুর্থ এই ড্রিমলাইনারের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এসময় বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীসহ বিমান বাংলাদেশের ঊধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন সংযুক্ত হওয়া এই ড্রিমলাইনার একটানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম এবং এটিতে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ জ্বালানি কম খরচ হয়।
সম্প্রসারিত বিমানের বহর দিয়ে বিমান বাংলাদেশ চলমান রুটগুলোতে ফ্লাইটের সংখ্যা বাড়াবে। সেইসঙ্গে নতুন গন্তব্য সংযোজন প্রক্রিয়া শুরু করবে সংস্থাটি। এছাড়া রাজহংসের মধ্য দিয়ে চুক্তি অনুযায়ী ১০টি বিমান বুঝে পেলো বাংলাদেশ বিমান।