বিনোদন প্রতিবেদক ঃ বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণযুগ গুলোর মধ্যে রাজা-বাদশাদের কাহিনী নির্ভর এবং বিখ্যাত রাজা বাদশাদের জীবন অবলম্বনের এই সিনেমাগুলো বাংলা চলচ্চিত্রের একটা সময়ে অনেক বছর ধরে রাজত্ব করেছে ” এবং এক শ্রেণীর দর্শকতৈরি করতে সক্ষম হয়েছিলেন এই সিনেমাগুলো ” রাজা বাদশার অনেক সিনেমা রয়েছে বাংলা চলচ্চিত্রে এবং সেই সিনেমাগুলোর প্রায় সবগুলোই সুপারহিট ” ইতিহাস নির্ভর সিনেমাগুলো বাংলা চলচ্চিত্র কে ওই সময়ে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল ” এবং একটা সময় সিনেমা গুলো হারিয়ে গেল চলচ্চিত্র থেকে ” এই ইতিহাস নির্ভর সিনেমাগুলোর মধ্যে কিছু সিনেমার রয়েছে যেগুলো বিখ্যাত কোন রাজা বাদশা কিংবা নবাবদের জীবন অবলম্বনে ” এরমধ্যে উল্লেখযোগ্য নবাব সিরাজদৌলা এবং হাসন রাজা ” নবাব সিরাজদৌলা সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন ” এবং এই সিনেমা যুগের পর যুগ ধরে সিনেমা প্রেমীদের মনে ভালোবাসার স্থানে জায়গা দখল করে আছে এবং থাকবে ” হাসন রাজা সিনেমায় হাসন রাজা চরিত্রে অভিনয় করেছিলেন হেলাল খান” এই সিনেমাটির জন্য সারাদেশে অভিনেতা হিসেবে পরিচিত হেলাল খান এখনো বেঁচে আছেন দর্শকদের কাছে” রাজা বাদশার সিনেমা অনেক গুলো রয়েছে কিন্তু বিখ্যাত রাজা বাদশাদের জীবন অবলম্বনে এই সিনেমা দুটোই রয়েছে কালজয়ী” এবং আরেকটি ইতিহাস তৈরি হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রে ” আর সেটি হলো বাংলার বারো ভূঁইয়ার প্রতাবশালী ১২ ভূইয়াদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জমিদার বীর মসনদ ই – আলা ” ঈশা খাঁ ” এই ঈশা খাঁ সম্রাট আকবরকে পরাজিত করে বাংলার শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন “হয়েছেন বিশ্ব বিখ্যাত বীর সেই ঈশা খাঁ ” এবার সেই ঈশা খাঁ কে নিয়ে বাংলা চলচ্চিত্রে একটি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন মিডিয়া জগতের সবচেয়ে ভালো মানুষ বাংলা চলচ্চিত্রের দুঃসময়ের দাপটে হিরো মিডিয়া জগতের বাদশা সুপারস্টার ডিএ তায়েব” বহু বছর পরে বাংলা সিনেমায় আবারো রাজা বাদশা ই সিনেমা দর্শকদের উপহার দিতে যাচ্ছেন সুপারস্টার ডিএ তায়েব” যেই সিনেমা গুলো দর্শক বহুদিন যাবত মিস করতেছেন দর্শকদের মনের চাহিদা মেটাতে আবার আরেকটি ইতিহাস তৈরী করতেছেন সুপারস্টার ডিএ তায়েব” একই ধারার রোমান্টিক সিনেমা দেখতে দেখতে মানুষ যখন মুখ ফিরিয়ে নিচ্ছে সিনেমা থেকে তখনি ভিন্ন ভিন্ন গল্পনির্ভর সিনেমা নিয়ে দর্শকদের মাঝে হাজির হন সুপারস্টার ডিএ তায়েব” এবং এই ঈশা খাঁ সিনেমায় তিনি তার চরিত্রের সাথে একদম মিশে গেছেন ” কারণ ঈশা খাঁর ভিতরে যেসব গুণাবলী আছে সুপারস্টার ডিএ তায়েব এর মধ্যে প্রায়ই বিদ্যমান ” যেমন ঈশা খাঁ ছিলেন প্রচুর সাহসী” অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না ” এবং সবসময় ন্যায়ের পক্ষে কথা বলতেন নিরীহ মানুষদের উপর কখনো জুলুম করতেন না এবং তিনি নিরীহ মানুষদের খুব ভালবাসতেন ” এবং সকল প্রকার দুঃসময়ে মানুষের পাশে থাকতেন এবং তার মধ্যে একজন মানুষকে যথেষ্ট সম্মান করার গুণাবলী সহ অনেক গুণাবলী ছিল ” এবং এসকল গুণাবলীগুলো সুপারস্টার ডি এ তায়েবের বাস্তব জীবনের সাথে সাদৃশ্য ” যার ফলে এই চরিত্রটি তিনি খুব স্বাচ্ছন্দে করতেছেন এবং তিনি একজন মাল্টিডাইমেনশনাল ইমেজের আর্টিস্ট ” সব ধরনের অভিনয়ে সুপারস্টার ডিএ তায়েব নিজেকে পারদর্শী করে তুলেছেন এবং তিনি এই সিনেমাটি কে অনেক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন কারণ দর্শকদের অনেকদিনের আশার একটি ফল “ঈশা খাঁ ” বাংলা সিনেমার এই দুঃসময়ে একটি ইতিহাস গড়তে যাচ্ছে যা করা লাগতো একজন মনেপ্রাণে প্রকৃত শিল্পীর যা করা দরকার সুপারস্টার ডিএ তায়েব তাই করতেছেন ” এই মুহূর্তে সুপারস্টার ডিএ তায়েব আর মাত্র কিছুদিন পরে চলচ্চিত্রে বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে তার ঈশা খাঁ সিনেমার মাধ্যমে ” এই সিনেমার মাধ্যমে আগের দিনের পুরাতন দর্শক গুলো আবার হলমুখী হবে এবং চলচ্চিত্র আরেক ধাপ এগিয়ে যাবে ” বাংলা সিনেমা প্রেমীরা অনেক আগ্রহে রয়েছেন একটা ধামাকার জন্য আর সেই ধামাকা খুব শীঘ্রই সিনেমা হলে আসিতেছে মিডিয়া জগতের বাদশা সুপারস্টার ডিএ তায়েব চিত্রনায়িকা অপু বিশ্বাস” ডন ” অভিনীত ডায়েল রহমান পরিচালিত এস জি প্রডাকশন প্রযোজিত ” ঈশা খাঁ ” চলচ্চিত্রের একজন নিয়মিত দর্শক হিসেবে মন থেকে অনেক অনেক শুভকামনা রইল প্রিয় নায়ক অভিনীত এই সিনেমাটির জন্য ” চলচ্চিত্রের এই দুঃসময়ে যেভাবে চলচ্চিত্রের হাল ধরেছেন সুপারস্টার ডিএ তায়েব এজন্য চলচ্চিত্রের দর্শকরা তার কাছে কৃতজ্ঞ ” বারবার সাহসের সাথে এগিয়ে একেকটি সিনেমা তৈরি করে যে দৃষ্টান্ত রেখে যাচ্ছেন সুপারস্টার ডিএ তায়েব এর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে বাংলা চলচ্চিত্র ” সামনে আরো ছয়টি ধামাকা নিয়ে সিনেমা হলে হাজির হবেন সুপারস্টার ডিএ তায়েব” অবশ্যই এই ঈশা খাঁ সিনেমাটি একটি ইতিহাস তৈরি করবে বাংলা চলচ্চিত্রে বহুদিন পর ” সর্বোপরি এই সিনেমাটির সর্ব সাফল্য কামনা করছি ” জয় হোক মানবতার যুবরাজ মিডিয়া জগতের সবচেয়ে ভালো মানুষ বাংলা চলচ্চিত্রের দুঃসময়ের দাপটে হিরো মিডিয়া জগতের বাদশা সুপারস্টার ডিএ তায়েব এর” জয় হোক বাংলা চলচ্চিত্রের।