১৬ জুলাই ২০০৭ তারিখে মিথ্যা মামলায় যৌথ বাহিনীর হাতে কারাবন্দী হবার আগে জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে যান শেখ হাসিনা

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ ১৬ জুলাই ২০০৭ তারিখে মিথ্যা মামলায় যৌথ বাহিনীর হাতে কারাবন্দী হবার আগে জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে যান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। চিঠিটি নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করে। উজ্জীবিত হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তিনি দেশবাসীর প্রতি তাঁর আস্থার কথা জানিয়েছিলেন । গণতন্ত্র অবরুদ্ধ হওয়ায় দু:সময়ে নেতাকর্মীরা কী করবেন তার নির্দেশনা ছিল ঐ চিঠিতে। চিঠিটি হুবহু তুলে ধরা হলো,

“প্রিয় দেশবাসী, আমার ছালাম নিবেন। আমাকে সরকার গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। কোথায় জানি না। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই সারাজীবন সংগ্রাম করেছি।

জীবনে কোনো অন্যায় করিনি। তারপরও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উপরে আল্লাহ রাব্বুল আলামিন ও আপনারা দেশবাসী আপনাদের উপর আমার ভরসা। আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে আবেদন কখনও মনোবল হারাবেন না। অন্যায়ের প্রতিবাদ করবেন। যে যেভাবে আছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মাথা নত করবেন না। সত্যের জয় হবেই। আমি আছি আপনাদের সাথে, আমৃত্যু থাকব।

আমার ভাগ্যে যাহাই ঘটুক না কেন আপনারা বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যান। জয় জনগণের হবেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়বই। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবোই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *