কক্সবাজারে ২২টি উইন্ড টারবাইন নির্মাণ করা হচ্ছে

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিনিধি ঃ দেশের সর্বাধুনিক ও সবচেয়ে বড় কক্সবাজারের বায়ুবিদ্যুৎ প্রকল্পের টারবাইনের দৈত্যাকার পাখাসহ বিপুল পরিমাণ যন্ত্রপাতির প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর ফলে বায়ো বিদ্যুৎ উৎপাদনে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

কক্সবাজারের খুরুশকুল, পিএমখালী, চৌফলদণ্ডী ও ভারুয়াখালী ইউনিয়নে ২২টি উইন্ড টারবাইন নির্মাণ করা হচ্ছে। আধুনিক প্রযুক্তিতে ৬০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এ প্রকল্পটির নির্মাণকাজ শেষ হলে এটিই হবে দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ প্রকল্প।

এর আগে চট্টগ্রামের সন্দ্বীপ ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ছোট্ট পরিসরে বায়ুবিদ্যুৎ প্রকল্প চালু হয়েছিল।

এ বিদ্যুৎকেন্দ্রের একেকটি উইন্ড টারবাইন প্রায় ৫০০ ফুট উঁচু। একেকটি পাখার দৈর্ঘ্য ২০০ ফুটের বেশি। ২২টি উইন্ড টারবাইনের প্রতিটিতে ৩টি করে পাখা থাকবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *