মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চিত্রা নদী’র বাধঁ অপসারণের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চিত্রা নদী’র বাধঁ অপসারণে দাবিতে ১৪ গ্রামের কৃষকের উপস্থিতিতে গত (১৬ জুলাই) শনিবার বিকালে মাইজপাড়া গরুহাট নামক স্থানে প্রতিবাদ সমাবেশ করেন এবং মাইজপাড়া বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে এ বিক্ষোভ মিছিল একই যায়গায় গিয়ে শেষ হয়। এসময় নদী’র বাধঁ অপসারণে দাবিতে এ সভার সভাপত্তিত করেন,মো:জিল্লুর রহমান,সভাই বক্তব্য রাখেন,মো:আনিচুর রহমান,মো:সিদ্দিক মোল্লা,মো:ইউনুছ মোল্লা,বিকাশ মল্লিকসহ আরো অনেকে। বক্তা’রা বলেন,(১৭ জুলাই ) রবিবার সকালে বাধঁ অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে ভুক্তভোগী কৃষকদের গণস্বাক্ষর ও স্বারক লিপি প্রদান করা হবে,তাতেও যদি কোন সমাধান না হয়,তাহলে আমরা কয়েক ইউনিয়নের সাধারন কৃষক’রা উপর মহলে বা বড় কোন পদক্ষেপ নিতে বাদ্ধ হবো বলেও হুশিয়ারী দেন। বক্তা’রা আরো বলেন,চিত্রা নদী ক্ষননের সময় পার হয়ে গেলেও এ নদী ইচ্ছা মত খননের কাজ করে কৃষকের কোটি কোটি টাকার ক্ষতি সাধন করছেন। চিত্রা নদী ক্ষননের মেয়াদ শেষ হওয়া সর্ত্বেও চিত্রা নদীতে দেয়া বাধঁ এখনো অপসারণ করছেন না,এর জন্য বিলে মাঠে কোন রকম পানি আসছে না,যার কারনে বর্তমান সোনালী ফসল পাট কৃষকদের মনের মত উৎপাদন হলেও পানির জন্য পাট জাক তথা পচাঁতে পারছেন না কৃষক’রা। কৃষকের সোনালী স্বপ্ন সোনালী পাট খরা তথা রোদের তাপে শুকিয়ে যাচ্ছে পানির অভাবে,কিন্তু দেখার কেউ নেই। এমন পানির অভাব আমরা কোন দিন দেখিনি,চিত্রা নদী খননে যেমন সাধারণ জনগন লাভবাণ হবেন তার চেয়ে বেসি ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক’রা,পাটের পরে কৃষক’রা ধান লাগাতেও পারছে না চিত্রা নদীর বাধঁ অপসারণ না করাতে বলেও জানান।