নড়াইলের মির্জাপুরের ঘটনার রেশ না কাটতেই আবার মহানবীকে নিয়ে কটূক্তির ঘটনায়,কটূক্তিকারী আটক

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ঘটনার রেস কাটতে না কাটতেই লোহাগড়ার দিঘলিয়ায় আবারও মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে নিয়ে সোশাল মিডিয়া ফেসবুকে কটূক্তিকারী কলেজ ছাত্র অভিযুক্ত আকাশ সাহা’র বাবাকে পুলিশ হেফাজতে নেয়ার পর পরই অভিযুক্ত কটূক্তিকারী আকাশ সাহাকে গত (১৬ জুলাই ) শনিবার খুলনা থেকে আটক করে নড়াইল জেলা পুলিশ। এ ব্যপারে বিস্তারিত পরে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনার পরের দিন বিকালে নড়াইল ২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফী বিন মোর্তজা,নড়াইল জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান (নিলু) সহ দলীয় নেতাকর্মিগণ দিঘলিয়া সাহা পাড়ার ঘটনা স্থল পরিদর্শন করেন এবং বিক্ষিপ্ত জনতাকে শান্ত করে দোশীদের বিচার হবে বলে সকলকে আস্বাস্থ্য করেন। পরে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকাসহ তাদের সান্তনা দেন। নড়াইলের সুশিল সমাজের দাবি,কেনো কিষের জন্য বার বার ধর্ম নিয়ে কটূক্তি করা হচ্ছে,যার যার ধর্ম সেই সেই পালন করবে এটা নিয়ে কেন এত কটূক্তি,নড়াইলে এর আগে এমন ঘটনা ঘটেনি যা বর্তমানে ঘটেছে বা ঘটছে। এটা দেশের জন্য একটা বড় সড়যন্ত্র বলে মনে হচ্ছে,এবং কিছু কুচক্রীমহল এমন জঘন্য ঘটনা ঘটাতে উষ্কানী দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে সাম্পদায়ীক দাঙ্গা-হাঙ্গার সৃষ্টি করার পাইতারা করছে এবং অভিযুক্ত আকাশ সাহার অপরাধের জন্য তার মহল্লায় কারা এসব হামলা ভাংচুর অগ্নিসংযোগ চালাচ্ছে এটা খুজে বের করে আইনানূগ ব্যবস্থা নিতে হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার (১৫ জুলাই) লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজ ছাত্র আকাশ সাহা
তার নিজ ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে নিয়ে ব্যাজে কটূক্তি করে প্রোষ্ট দেই এবং একটি প্রোষ্টে অসভ্য ভাষা ব্যবহার করে কমেন্ট করে এবং একই দিন (১৫ জুলাই) শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের প্রোষ্টি নজরে আসলে বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। বিক্ষুদ্ধ জনতাএকপর্যায়ে সাহাপাড়ার গোবিন্দ সাহা,তরুণ সাহা,দিলীপ সাহা,পলাশ সাহার বাড়িসহ ৫-৬ টি বাড়িঘর ভাংচুর করে এর মধ্যে গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দিলে আগুনে দুই রুম বিশিষ্ট টিনের ঘরটি পুড়ে যায়। এছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স এবং আখড়াবাড়ি মন্দিরের টিনের চালা ভাংচুরসহ ইট ছুঁড়েছে বিক্ষুদ্ধরা বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পর আকাশের বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) ও পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বলেন,বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে,আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *