নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল সোমবার ১৮ জুলাই, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে মেসার্স আবুল হাসেম এন্ড সন্স প্রতিষ্ঠানটি ৫ লিটার পরিমাপক যন্ত্রে ২০০ মি.লি. কম প্রদান করায় ১০,০০০ টাকা, মেসার্স ভাই ভাই ফিলিং সেন্টার প্রতিষ্ঠানটি ৫ লিটার পরিমাপক যন্ত্রে ১৫০ মি.লি. কম প্রদান করায় ১০,০০০ টাকা, মেসার্স কোহিনূর জুয়েলার্স প্রতিষ্ঠানটি পরিমাপের ক্ষেত্রে ভরি/আনা ব্যবহার করায় ৫,০০০ টাকা এবং মেসার্স ইসলামী জুয়েলার্স প্রতিষ্ঠানটি পরিমাপের ক্ষেত্রে ভরি/আনা ব্যবহার করায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশরাফুল হক এর নেতৃত্বে পরিচালিত হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর
ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ লুৎফর রহমান।