পিটিয়ে আমেরিকা থেকে বহিষ্কৃত হয়েছিলেন রেজা কিবরিয়া

Uncategorized অন্যান্য

আজকের দেশ ডেস্ত্রীস্ক ঃ বাংলাদেশের সুধী সমাজ, আপনারা জানেন কি? আই এম এফ এর বিখ্যাত পদধারী রেজা কিবরিয়া তার প্রথম স্ত্রীকে শারীরিক নির্যাতনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাধ্যতামূলক বহিষ্কৃত হয়েছিলেন।

পরবর্তী তার পিতার অর্থমন্ত্রী হওয়ার সুবাধে পিতার অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে আবার আমেরিকায় ঢুকতে দেয়।এরপরও রেজা কিবরিয়া পিতার প্রতি আনুগত্য ছিলো না।

পিতার রাজনৈতিক দলে কখনো এগিয়ে আসেন নি।নিজেই শুধু চেয়েছেন কিভাবে শর্টকাটে সরকারে আসা যায়।যার প্রমাণ ২০১৮ সালে জাতি দেখেছে। সুযোগ বুঝে মৌমাছির মতো দল পাল্টানো ব্যক্তি এই রেজা কিবরিয়া ।

ফেসবুক পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা কি এই খবর জানে? নুরা গং এর ফেসবুক যোদ্ধা গণ, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে খোঁজ নেন, নাড়ি নক্ষত্র সব জেনে যাবেন। যার হাতে নিজের স্ত্রী ই নিরাপদ নয়, সে কিভাবে জনগণের কল্যাণে ভাববে? প্রশ্ন থাকলো রেজা কিবরিয়ার কাছে।


বিজ্ঞাপন
👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *