নিজস্ব প্রতিবেদক ঃ গত ১৭ জুলাই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিম রাজধানীর শ্যামলীতে “জাতীয় অর্থোপেডিক হসপিটাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান” এর কেন্দ্রীয় ক্যান্টিন পরিদর্শন করা হয়।
সরেজমিনে পরিদর্শন করে মনিটরিং টিম জানায়,এখানে প্রতিদিন প্রায় ৫০০ শতাধিক রোগী সেবা নিতে এসে খাবার গ্রহণ করেন।অসুস্থ রোগীদের নিরাপদ খাবারের নিশ্চিত করার লক্ষ্যেই এই কার্যক্রম।
পরিদর্শনকালে, বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয় এবং মনিটরিং টিম তা সংশোধনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।ক্যান্টিন কর্তৃপক্ষ আগামী এক মাসের মধ্যে সকল সমস্যা সমাধানের নিশ্চয়তা প্রদান করেন।
এসময়, জাতীয় অর্থোপেডিক হসপিটাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক,যুগ্ম-পরিচালক ও উপ-পরিচালক উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরবর্তীতে মনিটরিং টিম,মিরপুরের একাধিক খাদ্যস্থাপনা পরিদর্শন করেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার এম. ইমরান হোসেন মোল্লা, মোঃ আমিনুল ইসলাম ও জনাব মোঃ আসলাম উদ্দীন এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।