সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সদ্যপুস্করিনীতে অভিনব প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Uncategorized অপরাধ


নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের সদ্যপুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার অনিয়ম ও দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করায় তার শ্বশুর কর্তৃক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সদ্যপুস্করিনী ইউনিয়নের কেশবপুর পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ২১ জুলাই, বিকাল সাড়ে ৫টায় লাগাতার কর্মসূচির অংশ হিসেবে রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরনী ইউনিয়নের কেশবপুর পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদূমী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক পরিবেশের বার্তা সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক মামুনুর রশীদ, সদর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন, কালেরকন্ঠের রংপুর প্রতিনিধি আদর রহমান, রংপুর সিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাবলুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা নেতা জাকির হোসাইন, রবিন হোসেন রাসেল, সুমন মিয়া, সদর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মাজহারুল মাবুদ জুয়েল, সহ সভাপতি জাহাঙ্গীর আলম খোকন, কোষাধক্ষ্য মানিক মিয়া, প্রজন্মকন্ঠ টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান হামিদুর রহমান লিমন, ফটো সাংবাদিক বদিউজ্জামান , সাংবাদিক আলাউদ্দিন, দৈনিক দাবানল এর স্টাফ রিপোটার ও দৈনিক দেশ সেবা পত্রিকার রংপুর জেলা স্টাফ রিপোর্টার ছাদেকুল ইসলাম রাজু, সাংবািক রকি আহম্মেদ, সেলিম মিয়া, আরইউবি নিউজ টিভির বিশেষ প্রতিনিধি আশিকুর রহমান, সাংবাদিক জালাল উদ্দিন। এসময় স্থানীয় বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী ও সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক পরিবেশের বার্তা সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক মামুনুর রশীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
একই দাবীতে ২৪শে জুলাই রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, থুথু ছিটানো ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকারও আহ্বান জানায় বক্তারা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *