নিজস্ব প্রতিবেদক ঃ কারওয়ান বাজারস্থ পাইকারি কাঁচাবাজারটি গাবতলীতে স্থানান্তরের লক্ষ্যে গাবতলী কাঁচাবাজার পরিদর্শন কালে মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পাইকারী কাঁচাবাজার গুলোকে শহরের প্রান্তে নিয়ে যেতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি বাজারে আসা পণ্যবাহী গাড়িগুলো শহরে প্রবেশ না করলে যানজট অনেকাংশেই কমে যাবে এবং পাশাপাশি দ্রব্যমূল্যও হ্রাস পাবে।’
তিনি আরও বলেন, ‘পাইকারী ব্যবসায়ীদের সাথেও আমরা আলোচনা করবো। ব্যবসায়ীরা যেন কোনভাবে ক্ষতিগ্রস্থ না হয় এবং ঢাকাকেও যেন আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা যায় সেটি বিবেচনা করেই পরিকল্পনা করা হবে।
আমরা সকল অংশীজনদের স্বার্থ বিবেচনায় নিয়ে কি কি চ্যালেঞ্জ আছে সেগুলো খতিয়ে দেখে তারপরেই সিদ্ধান্ত নিব।’
