নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা তালার প্রতিবন্ধী প্রতিনিধি ও সংবাদকর্মী সিরাজুলের বাড়িতে আবারো হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে এলাকার ত্রাস হত্যা দখলবাজি হামলা লুটপাট নাশকতা সরকার বিরোধী কর্মকান্ড নারী কেলেঙ্কারি সহ বহু অপকর্মের হোতা ও মামলার আসামি এলাকার মুর্তিমান আতঙ্ক সন্ত্রাসী কোপা সাকু ও তার ভাই হত্যা সরকার বিরোধী কর্মকান্ড নাশকতা নারী কেলেঙ্কারি সহ বহু অপকর্মের হোতা ও মামলার আসামি বিএনপি নেতা ওলি শেখ সহ তাদের লোকজন। সন্ত্রাসী সাকুর বিরুদ্ধে একটি ঘটনার সংবাদ সংগ্রহ করায় গত (৩০)মে রাতে শালিখা কলেজের সামনে সিরাজুলের ওপর সন্ত্রাসী হামলা চালায় সাকু ও তার বাহিনী। এঘটনায় মামলা হলে পুলিশ সাকুকে গ্ৰেফতার করে আদালতে চালান দেয়। পরে সাকুর আইনজীবী আদালতে সাকুর জামিন আবেদন করলে আদালত সন্ত্রাসী সাকুর সমস্ত কুকর্মের বর্ননা শুনে এবং সিরাজুলের প্রতিবন্ধী ও সাংবাদিকতার কার্ড দেখে জামিন নামঞ্জুর করেন। আদালত হতে বাড়ি ফেরার পথে (১৩)ই জুন তালার মাগুরা এলাকা থেকে সন্ত্রাসী সাকুর ছেলে রাব্বি শেখ তরিকুল ও অজ্ঞাতনামা একজন অস্ত্রের মুখে জিম্মি করে সিরাজুলের মোবাইল কাগজপত্র কার্ড সহ সবকিছু ছিনিয়ে নেয়। এঘটনায় চিনতে পারা রাব্বি শেখ ও তরিকুলের নাম উল্লেখ করে এবং চিনতে না পারা একজনকে অজ্ঞাত দেখিয়ে তালা থানায় লিখিত অভিযোগ করেন সিরাজুল। এর এক সপ্তাহ পর আদালত থেকে জামিনে মুক্তি পায় সন্ত্রাসী সাকু। জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নেয়ার জন্য নিয়মিত হুমকি দিতে থাকে সন্ত্রাসীরা। এরই ধারাবাহিকতায় ইং (২৪) জুলাই আনুমানিক বিকাল ৫-ঘটিকার সময় আগ্নীঅস্ত্র লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসী সাকু, ওলি শেখ, বখাটে মাদক সেবী রাব্বি শেখ, সাকুর স্ত্রী, ওলি শেখের স্ত্রী ইয়াসমিন, ওলি শেখের মেয়ে রাবু সিরাজূলের বাড়িতে ঢুকে সিরাজুলকে মামলা তুলে নিতে এবং বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দেয়। সিরাজুল মামলা তুলে নিতে ও বাড়ি ছাড়তে রাজি না হলে সন্ত্রাসী সাকু সহ তার দলবল সিরাজুলের বাড়িতে হামলা লুটপাট ভাঙচুর সহ বাড়ি দখলের চেষ্টা চালায়। এসময় সিরাজুলের বাড়ি থেকে নগত টাকা সোনার গহনা সহ মুল্যবান লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে নেয়। সন্ত্রাসী সাকু ও তার লোকজন প্রতিবন্ধী সিরাজুল সিরাজুলের স্ত্রী ও সিরাজুলের আট বছরের প্রতিবন্ধী শিশু মেয়েকে মারপিট করে ফোলা জখম করে ও শীলতাহানি করে। হামলার সময় সন্ত্রাসী সাকু ওলি সহ তাদের লোকজন মামলা তুলে না নিলে ও বাড়ি না ছাড়লে প্রতিবন্ধী সিরাজুল ও তার স্ত্রী সন্তানকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। হামলার সময় সাকুর স্ত্রী বলে আকিমদ্দীকে খুন করি আমাগির বিটারা ভুগি মরতিছ এইবার তোর খুন করি ভোগবে। প্রতিবন্ধী সিরাজুল ও তার স্ত্রী সন্তানের চিৎকারে লোকজন ছুটে এসে অবস্থা বেগতিক দেখে হামলাকারীদের ঘর থেকে বাইরে বের করে দেয়। এসময় হামলাকারিরা আবারো বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে উপস্থিত লোকজন ও সিরাজুলের স্ত্রী বারান্দার গ্ৰিলে তালা বন্ধ করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপরও সন্ত্রাসী সাকু ওলি রাব্বি সহ তাদের লোকজন সিরাজুলকে সপরিবারে হত্যার জন্য লোহার রড লাঠিসোটা দিয়ে দীর্ঘক্ষন গ্ৰিল ভেঙে ঘরে ঢোকার চেষ্টা চালায়। দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে গ্ৰিল ভাংতে ব্যার্থ হয়ে সাকু ওলি রাব্বি সহ তাদের লোকজন সিরাজুল ও তার স্ত্রী সন্তানকে বাড়ির বাইরে পেলে হত্যা সহ আবারো সিরাজুলের বাড়িতে হামলা লুটপাট করার হুমকি দিতে দিতে চলে যায়। প্রতিবন্ধী সিরাজুলের বাড়িতে ভয়াবহ হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বসাধারণ সহ প্রতিবন্ধী মানবাধিকার সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তিব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ সিরাজুল ও তার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন। দীর্ঘদিন যাবত সন্ত্রাসী সাকু ও তার লোকজন এলাকায় খুন দখলবাজি নারী কেলেঙ্কারি নাশকতা সরকার বিরোধী কর্মকান্ড সহ বিভিন্ন অপরাধ করে চলেছে। সন্ত্রাসী সাকুর বিরুদ্ধে আকিমদ্দী হত্যা দখলবাজি হামলা-লুটপাট সহ বিভিন্ন মামলা চলমান আছে। সন্ত্রাসী সাকু এতোটাই ভয়ংকর যে সাকু কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস কেউ রাখেনা। এছাড়াও আরেক হামলাকারী ওলি শেখ আকিমদ্দী হত্যা মামলার অন্যতম আসামি, এই ওলি শেখের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি দালালি সরকার বিরোধী কর্মকান্ড সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ওলি শেখের শালিখা এলাকায় আমেনা নামের এক দিনমজুর স্ত্রী এবং ওলিফা নামের আট বছরের এক মেয়ে রয়েছে। জানাগেছে এই আমেনাকে ফুঁসলিয়ে
প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে নারী লোভী ওলি শেখ। আমেনাকে বিয়ে করে সুচতুর ওলি শেখ কখনো তাকে নিজের বাড়িতে আশ্রয় দেয়না, যে কারণে আমেনা ওন্যের জমিতে দিন মজুরির কাজ করে মেয়ে ওলিফাকে নিয়ে জিবিকা নির্বাহ করে। এছাড়াও আমেনার দিনমজুরি করা অর্থ হাতিয়ে নিয়ে ওলি বাড়ির সংসারে খরচ করে এবং ওলির প্রথম স্ত্রীর ঘরের ছেলে মেয়েদের লেখাপড়ার পিছনে খরচ করে এমন তথ্য পাওয়া যাচ্ছে। বর্তমানে আমেনা তার সন্তানের ভবিষ্যৎ ভেবে স্বামী ওলি শেখের বাড়িতে স্ত্রী সন্তানের অধিকার নিয়ে থাকতে চাইলে ওলি শেখ কোন ভাবেই তাদের বাড়িতে আশ্রয় দিতে চাচ্ছে না বলে জানা গেছে। এনিয়ে কয়েকদিন আগে ওলি শেখের বাড়িতে বিচার শালিশ বসেছিল বলে জানা গেছে। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলছে, আমেনা এখনি তার ও তার মেয়ের সামাজিক সিকৃতি বুঝে নিয়ে ওলির বাড়িতে উঠে ন্যায্য অধিকার ও সিকৃতি বুঝে না নিলে ভবিষ্যতে চরম ভাবে বঞ্চিত হবে। নিরিহ জনগণ ভয়ংকর সন্ত্রাসী সাকু বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। প্রতিবন্ধী সিরাজুলের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় বিএমএসএস এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।