দুই পাকিস্তানি নারী গোয়েন্দার হানি ট্র্যাপের শিকার হয়েছেন এক ভারতীয় সেনা সদস্য

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে রাজস্থান থেকে এক ভারতীয় সেনা সদস্যকে আটক করেছে রাজস্হান পুলিশের কাউন্টার এসপিওনাজ টিম। আটককৃত সেনাসদস্যের নাম Shantmay Rana।

গত ২৫ই জুলাই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পূর্ণাঙ্গ তদন্তের জন্যে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আটকৃত সেনাসদস্যের সাথে বেশ কিছুদিন ধরে ২ পাকিস্তানি তরুণীর সাথে পরিচয় হয়,যারা নিজেদেরকে ভারতীয় হিসেবে পরিচয় দিয়েছিল। আদতে ওই ২ নারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর এজেন্ট ছিল। একপর্যায়ে ওই সেনাসদস্য হানি ট্র্যাপে জড়িয়ে পড়লে সে নিজের রেজিমেন্টের বিভিন্ন তথ্য এবং প্রশিক্ষণ মহড়ার ছবি এবং ভিডিও ফুটেজ তাদের কাছে সরবরাহ করে আসছিল। এ কাজের বিনিময়ে তাকে অর্থ সহাতাও করেছিল পাকিস্হানি গোয়েন্দারা।

Shantmay Rana এর উপর বেশকিছুদিন ধরে নজর রাখছিল ইন্ডিয়ার কাউন্টার এসপিওনাজ টিম। ততদিনে সে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের নিকট সরবরাহ করে ফেলেছিল।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *