অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামতলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকালে স্থানীয় যুবকদের আয়োজনে একতারপুর গ্রামতলার চিল্লেতলার মাঠে মধ্যে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, একতারপুর গ্রামের নাজমুল সরদার, জিয়াউর রহমান, পলক বিশ্বাস, জসিম শেখ সহ এলাকার বিভিন্ন বয়সী যুবক ছেলেরা। লাঠি খেলা অনুষ্ঠানে সিরাজুল ইসলাম শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চলিশিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান খান, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম শেখ, সাবেক ইউপি সদস্য, মশিউল আজম বিশ্বাস, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার শাহানাজ বেগমসহ এলাকাবাসী।
উপজেলার গাজিপুর লাঠি খেলার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ লাঠি খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা নারী-পুরুষ একই স্থানে সমবেত হন।