বাঘারপাড়া থেকে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

সুমন হোসেন, (যশোর) ঃ
যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের জনৈক মাসুদুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। টিএস আইয়ুব বাঘারপাড়া থানায় পাঁচটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। অনেক দিন ধরে তিনি পলাতক ছিলেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন রাত সাড়ে ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আজকের দেশকে জানান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
এতদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তাকে জেল হাঝতে পাঠানো হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *