নিজস্ব প্রতিনিধি ঃ শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করলো এসডিএস,এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গতকাল রবিবার ৩১ জুলাই, দুপুর সাড়ে ১২ টায় এসডিএস শরীয়তপুরের আয়োজনে এসডিএস এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর শরীয়তপুর জেলা হইতে বদলী হওয়ায় এসডিএস, শরীয়তপুরের পক্ষ থেকে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় এসডিএস শরীয়তপুরের পক্ষ থেকে পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এসডিএস, শরীয়তপুর এর প্রধান নির্বাহী রোকেয়া ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএস শরীয়তপুরের সাবেক প্রধান নির্বাহী মজিবুর রহমান সহ এসডিএস এবং বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকেয়া ইসলাম, প্রধান নির্বাহী, এসডিএস।
