কুটনৈতিক বিশ্লেষক ঃ তাইওয়ানে সব সামরিক সদস্যের ছুটি বাতিল সহ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সে দেশের সরকার প্রধান।
ইউএস হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
গতকাল সোমবার ১ আগস্ট তাইওয়ান মিনিস্ট্রি অব ডিফেন্স এক বিজ্ঞপ্তিতে তাইওয়ানের সব সামরিক সদস্যের ছুটি বাতিল ঘোষণা করে নিজ নিজ কর্মস্হলে যোগ দেওয়ার আদেশ জারি করেছে। তাইওয়ান এয়ারফোর্সকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলা হয়েছে একই বিজ্ঞপ্তিতে।
এদিকে ন্যান্সি তাইওয়ান সফর করলে চীনা সশস্ত্রবাহিনীও অলস বসে থাকবেনা বলে সাফ হুশিয়ারী জানিয়েছে চীন। উল্লেখ্য ন্যান্সি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যাক্তি। তাই তাইওয়ানে তার সফরের তীব্র বিরোধিতা করছে চীন। চীন মনে করে তাইওয়ান চীনের একটি বিচ্ছিন্ন ভূখন্ড।
ছবিঃ- তাইওয়ানীয়ান আর্মি।