কুটনৈতিক প্রতিবেদক ঃ বাংলাদেশ থেকে শীঘ্রই শান্তিরক্ষা মিশনে আরো জনবল, সমরাস্ত্র সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতারেজ।
শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশী সৈনিকদের সর্বোচ্চ পেশাদারিত্বে মুগ্ধ হয়ে জাতিসংঘ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান তিনি।
জাতিসংঘের পারমাণবিক অস্ত্র রোধ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ একে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব এই নিশ্চয়তা দেন। এসময় পররাষ্ট্র মন্ত্রী জাতিসংঘের হেডকোয়ার্টারে বাংলাদেশ থেকে আরো বেশী সংখ্যক পলিটিক্যাল এবং মিলিটারী পার্সোনাল নিয়োগের অনুরোধ জানান।