কুটনৈতিক বিশ্লেষক ঃ ২১ টি চীনা যুদ্ধবিমানের তাইওয়ানের আকাশ সীমা লঙ্ঘন করেছে বলে খবর পাওয়া গেছে।
ইউএস হাউস স্পিকার ন্যান্সি তাইওয়ানে অবতরনের ঘন্টাদুয়েক পর (এখন থেকে ৪১ মিনিট আগে) ২১ টি চীনা যুদ্ধবিমান একযোগে তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বা ADIZ সীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই বহরে রয়েছে ৮টি J-11, ১০টি J-16, ১টি KJ 500 awc, ১টি Y-9 EW এবং ১টি Y-8 ELNIT। উক্ত চীনা যুদ্ধবিমান গুলো মুল ভুখন্ড থেকে দুরে থাকায় তাদের ইন্টারসেপ্ট করতে কোন যুদ্ধবিমান পাঠায়নি তাইওয়ান।
তবে তাইওয়ানের যুদ্ধবিমান গুলো বর্তমানে এয়ারবোর্ন অবস্থায় আছে।
আর দেশজুড়ে এয়ার ডিফেন্স মিসাইল ইউনিট গুলোকে এক্টিভেট করেছে তাইওয়ান।