নিজস্ব প্রতিনিধি ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ২৬ বছর বয়সে তারুণ্যে উদ্দিপ্ত শেখ কামাল পরিবারের অন্যান্য সদস্য সহ নৃশংসভাবে নিহত হন।
শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে ।