মামুন মোল্লা (খুলনা) ঃ
শুক্রবার ৫ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, মোঃ জিল্লুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিশনান, খুলনা, শেখ হারুনুর রশীদ, চেয়ারম্যান, খুলনা জেলা পরিষদ এবং মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।