নিরাপত্তা চেয়ে ৫৬ সাংবাদিকের জিডি

অপরাধ আইন ও আদালত এইমাত্র সারাদেশ

সিলেট প্রতিনিধি : সাদা পোশাকে সাংবাদিক মঈনুল হক বুলবুলকে গ্রেপ্তারের পর জীবনের নিরাপত্তা চেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিলেটের ৫৬ সাংবাদিক। রোববার বেলা দেড়টার দিকে তারা একত্রে থানায় গিয়ে জিডি করেন। এর আগে তারা সিলেট জেলা পুলিশের সংবাদ বর্জনের ঘোষণার দেন।


বিজ্ঞাপন

জিডিতে সাংবাদিকরা উল্লেখ করেন, ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকে অস্ত্রধারী একদল লোক তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে ইলেক্ট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) নেতৃবৃন্দ ও সিলেটের টেলিভিশনের সাংবাদিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করেও কোনো তথ্য পাননি।

জিডিতে আরো উল্লেখ করা হয়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও ১৯ সেপ্টেম্বর সাদা পোশাকে সিনিয়র সাংবাদিক বুলবুলকে তুলে নিয়ে সিলেট জেলা পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে। সেই সাথে দুই ঘণ্টা পুলিশের লুকোচুরি খেলা আমাদের উদ্বিগ্ন করেছে। তাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। জিডিতে তারা জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


বিজ্ঞাপন

ইমজার সভাপতি ও দেশ টিভির সিলেট প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন
👁️ 8 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *