নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ৬ আগস্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্ব পরিচালিত গোপালগঞ্জ জেলার সদরের বড়বাজার ও পাচুড়িয়া বাজার অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা কালে বাজারে কাঁচা মরিচ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর অভিযান করা হয়। উক্ত অভিযান পরিচালনা কালে কাঁচা মরিচের কেজি ২২০ টাকা মূল্য তালিকা লেখা থাকলেও ২৪০ টাকা নেওয়ার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২৫০০ টাকা এবং আরেকটি প্রতিষ্ঠান কে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ১০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মোট তিনটি প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সহযোগিতায় গোপালগঞ্জ সদর থানার পুলিশের সদস্যবৃন্দ।
জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে।