কুটনৈতিক প্রতিবেদক ঃ ২ দিনের সফরে শনিবার ৬ আগস্ট, ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তাকে বহনকারী বিমান বেলা এাগারোটা নাগাদ বাংলাদেশে অবতরণ করবে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কম্বোডিয়ায় একটি সম্মেলনে থাকবেন বলে তার পরিবর্তে ওয়াং ই কে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে চীনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
একইসাথে আজ বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সফর যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনার জন্য।
বাংলাদেশ ছাড়াও ভারত ও কুয়েত সফরের কথা রয়েছে তার।