নিজস্ব প্রতিনিধি ঃ রাজশাহীতে ছিনতাইকৃত মোবাইল ও টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি সহ ৩ জন গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, মোঃ সাহেদ হায়দার(২৪) দীর্ঘদিন যাবৎ বিএসআরএম কোম্পানীতে ইলেকট্রিশিয়ান হিসাবে চাকুরী করে।
গত শনিবার ৬ আগস্ট ভিকটিম মোঃ সাহেদ হায়দার (২৪) পায়ে হেঁটে তাহার কর্মস্থলে আসার সময় সদরঘাট থানাধীন রশিদ বিল্ডিং মোড়স্থ ওয়ার মার্কেটের প্রবেশ মুখে রাত অনুমান সাড়ে ৭ টার সময় পৌঁছলে ৪ জন অজ্ঞাতনামা লোক এসে ছোরা দ্বারা ভয় দেখিয়ে ভিকটিমের ব্যবহৃত মোবাইল সেট, মূল্য অনুমান ১৬,০০০ টাকা ও ম্যানিব্যাগে থাকা নগদ ৫,০০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় ও ভিকটিমকে ছুরিকাঘাত করে আহত করে।
উক্ত ঘটনায় সদরঘাট থানার পুলিশ অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ রাসেল, মোঃ সাইফুল ইসলাম @ বাবু ও মোঃ শামীম কে ছিনতাইকৃত মোবাইল ও টাকা সহ গ্রেফতার করে।