শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ শরণখোলায় যথাযথ মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শরনখোলা প্রেসক্লাব চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অপরদিকে শরনখোলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা আওয়ামীলীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান, শরনখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই প্রমুখ।