নিজস্ব প্রতিবেদক : ক্যাসিনো কিংবা অবৈধ জুয়ার আসর বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর মগবাজারের পিয়াসী বার ঘিরে রেখেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডিবি পশ্চিমের এডিসি হাবীব উন নবী আনিসুর রশীদের নেতৃত্বে একটি টিম এ অভিযান শুরু করে।
এর আগে, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ফুয়াং ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। ক্লাবটিতে দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো চলছিল বলে অভিযোগ রয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে পুলিশের তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।