রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১ কেজি ২৬০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল ৮ আগস্ট রাত সাড়ে ১০ টার সময় নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর গ্রামে লালপুর টু বনপাড়া রাস্তায় অপারেশন পরিচালনা করে। দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছিল।

এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, নাটোর জেলার লালপুর হতে ১ টি বালু ভর্তি ডাম্পার ট্রাকে বালুর আড়ালে অবৈধ মাদকদ্রব্যসহ বনপাড়ার দিকে আসছে।

বিষয়টি জানা মাত্রই র‌্যাব গতকাল সোমবার ৮ আগস্ট রাত সাড়ে ৯ টার সময় ঘটনাস্থল নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর গ্রামস্থ রেল ক্রসিং এর আনুমানিক ২০০ গজ দূরে লালপুর হতে বনপাড়াগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে।
গতকাল সোমবার ৮ আগস্ট উক্ত চেকপোষ্ট পরিচালনা কালীন রাত ১০ টা ৩০ মিনিটের সময় ঘটনাস্থলে ১ টি সাদা-হলুদ রংয়ের সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাক আসলে থামানোর জন্য সংকেত দেওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি ডাম্পার ট্রাকের দরজা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই উক্ত বালু ভর্তি ডাম্পার ট্রাক সহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়।

উক্ত অভিযানে, হেরোইন ১ কেজি ২৬০ গ্রাম, ফেন্সিডিল-৪০০ বোতল,
ডাম্পার ট্রাক ১টি, গাড়ীর কাগজ ১ সেট, নগদ ১৪,০০০ টাকা, মোবাইল ৩টি উদ্ধার করেন এবং আসামী গাড়ীর মালিক মোঃ জয়নাল হোসেন পিতা-মৃত ইদ্রিস ফকির, সাং-পাঁচরুখি, থানা-আড়াইহাজার, ড্রাইভার মোঃ শরিফ মিয়া (৩৩), পিতা-মোঃ ছাদত আলী, হেলপার মোঃ নাজির হোসেন (২৭), পিতা-মৃত আব্দুস সালাম মোল্লা, উভয় সাংমঠখোলা, থানা-রুপগঞ্জ, সর্ব জেলা- নারায়নগঞ্জ ‘কে গ্রেফতার করেন।ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *