‘পটাকা’র পর নুসরাত ফারিয়ার নতুন গান

বিনোদন বিবিধ

বিনোদন ডেস্ক : গেল বছরের মাঝামাঝি সময়ে নিজের গাওয়া ‘পটাকা’ গান দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। হয়েছিলেন সমালোচনার শিকারও। সেই ধারাবাহিকতায় আবারও নিজের কন্ঠে নতুন গান নিয়ে আসছেন এই নায়িকা।


বিজ্ঞাপন

আগের গান পটাকা’র সুর-সঙ্গীতায়োজন প্রীতম করলেও নতুন গানটি কে করছেন এখনই জানাতে নারাজ ফারিয়া। তিনি বলেন, এখনই বলতে চাইনা, এটা সারপ্রাইজ দিতে চাই!

এই নায়িকা বলেন, গানের নাম ‘পটাকা ২’ থাকবে না। একেবারেই নতুন। তারুণ্য প্রধান গান হবে এটি। অনেক বড় ধামাকা হবে এই গানেও! তবে এখনই এর বেশি কিছু বলবো না। ডিসেম্বরে গান রিলিজের আগেই সবকিছু জানাবো।


বিজ্ঞাপন

উপস্থাপনা, অভিনয় কিংবা নাচ নয়, গায়কীতেও সমান পারদর্শী নুসরাত ফারিয়া। বর্তমানে তিনি বিহারের রাচিতে ‘ভয়’ ছবির শুটিং করছেন। গত ১৯ সেপ্টেম্বর থেকে তিনি সেখানে শুটিং করছেন। এরইমধ্যে ৩০ শতাংশ কাজ শেষ থ্রিলারধর্মী এই ছবিটির।


বিজ্ঞাপন

ইকো এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ভয়’ ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ এবং ছবিতে নুসরাত ফারিয়ার নায়ক অঙ্কুশ হাজরা।

👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *