কুটনৈতিক বিশ্লেষক ঃ বাংলাদেশের সাথে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে সৌদি আরব, জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন এই কূটনীতিক। বৃহস্পতিবার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরও জোরদার করতে তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক কয়েকটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে।
উল্লেখ্য,বেশ কয়েক বছর যাবৎ শোনা যাচ্ছে সৌদি আরবের পক্ষ থেকে লালমনিরহাটে বিশেষ বিনিয়োগ করা হবে। এখানে গড়ে তোলা হবে এভিয়েশন হাব। যেখানে পরিকল্পনা রয়েছে পরিবহন বিমান, বেসামরিক বিমান, ও যুদ্ধবিমানের মেইনটেইন্যান্স প্লান্ট স্থাপনের। যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ। (ছবিঃ প্রতীকী।)