ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত মাল্টিন্যাশনাল মেরিটাইম এক্সারসাইজে অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী

Uncategorized আন্তর্জাতিক

সামরিক বিশ্লেষক ঃ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত মাল্টিন্যাশনাল মেরিটাইম এক্সারসাইজে অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। জাপানের অর্থায়নে পরিচালিত এই প্রশিক্ষণে অংশ নিয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ফিলিপাইন নেভীর স্পেশাল ফোর্সের সদস্যরা।

এই মহড়ায় নৌ রুট ব্যবহার করে Chemical, biological, radiological and nuclear (CBRN) ম্যাটারিয়লস এর চোরাচালান প্রতিরোধ এবং হ্যান্ডলিং, Visit, board, search, and সেইযুরে (VBSS) প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ ধরণের প্রশিক্ষণে আপদকালীন সময়ে যাতে কয়েকটি দেশ যৌথভাবে মিশন পরিচালনা করতে পারে তা সুগম করে।


বিজ্ঞাপন
👁️ 12 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *