মামুন মোল্লা (খুলনা) ঃ ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ
আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান বর্ষা মৌসুমে খুলনা জেলা পুলিশের উদ্যোগে ২০,০০০ (বিশ হাজার) বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় খুলনা জেলার সকল পুলিশ স্থাপনায় এবং কোমলমতি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে থানাধীন ইউনিয়নসমূহের শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পুলিশের সরাসরি তত্ত্বাবধানে শনিবার ১৩ আগস্ট বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আসুন এই মৌসুমে পর্যাপ্ত বৃক্ষরোপণ করি।