পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান কে পরিবেশ দূষণের দায়ে জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ১৪ আগস্ট পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক ঢাকার “পল্টন চায়না টাউন”-কে ২ লক্ষ ১০ হাজার টাকা; “আমান নীটিংস্ লি:”-কে ৫৩ হাজার ৭ শত ৬০ টাকা; গাজীপুরের “আকিজ বেকার্স লি:”-কে ১ লক্ষ টাকা; “আমানা রেস্টুরেন্ট”-কে ৩০ হাজার টাকা; “নীটেক্স ড্রেসেস লি:”-কে ৩ লক্ষ ৩৭ হাজার ৯ শত ২০ টাকা; মানিকগঞ্জের “করবেল কেমিক্যাল ইন্ডা: লি:”-কে ২ লক্ষ ৯ হাজার ৬ শত টাকা; নারায়ণগঞ্জের “এম এস ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং লি:”-কে ৯২ হাজার ১ শত ৬০ টাকা; “সিলকেন টেক্সটাইল (ডাইং)”-কে ২ লক্ষ ৯ হাজার ২ শত ৮০ টাকা; “লাকী ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লি:”-কে ৪৮ হাজার ৩ শত ৮৪ টাকা; রংপুরের “মেসার্স আব্দুল্লাহ টোবাকো-০১”, “মেসার্স আব্দুল্লাহ টোবাকো-০২”, “মেসার্স আব্দুল্লাহ টোবাকো-০৩” ও “মেসার্স আব্দুল্লাহ টোবাকো-০৪” এর প্রত্যেককে ৩০ হাজার টাকা ও বন্ধের নির্দেশ এবং টাংগাইলের “নাসির স্ট্যার্চ অয়েল এন্ড অ্যানিমেল ফিড ইন্ডা: লি:”-কে ৪২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

এছাড়াও ঢাকার খিলগাঁও এলাকায় নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রেখে বায়ু দূষণ করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *