জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক প্রতিবেদক ঃ বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট রবিবার ১৪ আগস্ট বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপির সাথে সাক্ষাৎ করেন।

তারা বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ মানবাধিকার ব্যবস্থার মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপায় ও উপায় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী দেশে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সরকার গৃহীত ব্যবস্থা সম্পর্কে মহামান্য হাইকমিশনারকে অবহিত করার সময়, উভয় পক্ষ পারস্পরিক উদ্বেগের বিষয়েও আলোচনা করেছেন।

যেমন রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, মহামারী এবং চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ইত্যাদি, যা মানুষের মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করছে।

তারা নাগরিক ও রাজনৈতিক অধিকারের কিছু ক্ষেত্রেও আলোচনা করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বাংলাদেশে এটিই প্রথম সফর।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *