নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর যাত্রাবাড়ীর ইদ্রিস মার্কেট, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেট ও মোতালেব প্লাজা থেকে বিটিআরসির অনুমোদন বিহীন বিপুল পরিমাণ মোবাইল ও মোবাইল সরঞ্জাম জব্দ করেছে র্যাব, মূল হোতা সহ গ্রেফতার ১৩, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
গতকাল শনিবার ১৩ আগস্ট র্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন মোতালেব প্লাজা মার্কেট, ঢাকার পল্টন থানাধীন মাওলানা ভাষানী স্টেডিয়াম মার্কেট ও যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোড ইদ্রিস সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর অনুমোদন ব্যতীত বিদেশী মোবাইল মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রয় বিপনণ ও প্রদর্শন করার অপরাধে ১৩ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ আব্দুর রাজ্জাক (৩২), মোঃ সজীব (৩৫), হিমেল (১৯), ফারুক মাহমুদ চিশতী (৩২), তোফায়েল মুন্সি (২৩), আল আমিন (২৩), মোঃ মনসুর রহমান (৩৮), মোঃ রায়হান (১৯), মোঃ মামুন (২৩), মোঃ রাতুল (৩৮), মোঃ আফতাহুল ইসলাম আবির (২২), মোঃ জসিম উদ্দিন (২৮) এবং মোঃ তুহিন (২৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে বিটিআরসি’র অনুমোদনহীন মোট ৪৮৯টি মোবাইল হ্যান্ডসেটসহ অন্যান্য মোবাইল সরঞ্জাম জব্দ করা হয়।