বিমান বাহিনীতে সাইবার ওয়ারফেয়ার এন্ড ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তর এবং ওভারসিজ এয়ার অপারেশন পরিদপ্তর গঠন

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ বিমানবাহিনীতে সাইবার ওয়ারফেয়ার এন্ড ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তর এবং ওভারসিজ এয়ার অপারেশন পরিদপ্তর গঠন করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, জাতীয় তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়োজন ও প্রযোজ্যতা নিরুপণ করতে, সাইবার ওয়ারফেয়ার, ইনফরমেশন টেকনোলজি ও তৎসম্পর্কিত যন্ত্রপাতির যুগোপযোগী নীতিমালা ও করণীয় বিষয় নিশ্চিত করতে বিমান বাহিনী সদরদপ্তরে সাইবার ওয়ারফেয়ার পরিদপ্তর গঠন করা হয়েছে।

এর আওতাধীন বিষয়বস্তু হলঃ- সামরিক নিরাপত্তা, আইটি ব্যবস্থাপনা, পরিকল্পনা, বাস্তবায়ন, সামরিক ক্রয়ের তথ্য, দাপ্তরিক ও ব্যাক্তিগত ব্যবহার্য যন্ত্রপাতি, কাস্টমাইজড সফটওয়্যার।

অন্যদিকে দেশের বাইরে প্রয়োজনীয় বিভিন্ন মিশন এবং জাতিসংঘের বিভিন্ন মিশনে পরিচালিত বিমান বাহিনীর সবধরণের অপারেশনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা, পর্যবেক্ষণ, মূল্যায়ন ও তার সফল বাস্তবয়নের লক্ষ্যে বিমান বাহিনী সদরদপ্তরে ওভারসিজ এয়ার অপারেশন পরিদপ্তর গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *