নিজস্ব প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম এর বদলীজনিত বিদায় সংক্রান্তে মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে পৌর মিলনায়তনে পৌরসভার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ খালেদা খানম, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, স্থানীয় দৈনিক রজত রেখার সম্পাদক শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার জনি, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আওলাদ হেসেন, আনোয়ার হোসেন, সোহেল রানা রানু, সাজ্জাত হোসেন সাগর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, বিক্রমপুর থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ।
